যোগীরাজ্যে 'জয় শ্রীরাম' না বলায় ট্যাক্সিচালক খুন



Odd বাংলা ডেস্ক: যোগীরাজ্যে আবারও 'জয় শ্রীরাম' না বলায় খুনের আভিযোগ উঠেছে। এবার ঘটনার শিকার ট্যাক্সিচালক আফতাব আলম (৪৫)। তিনি প্রথমে ট্যাক্সিতে একজন যাত্রী নিয়ে উত্তর প্রদেশের বুলন্দশহর যান। তাঁকে নামিয়ে রাতে ফেরার পথে দুজন যাত্রী তোলেন। তাঁদের হাতেই খুন হন আফতাব।

আফতাবের ছেলে সারিব জানিয়েছেন, রাত ৮টা নাগাদ আফতাব তাঁকে ফোন করেন। তিনি তখন একটি টোল প্লাজার কাছে ছিলেন। তাঁর ধারণা হয়েছিল, তিনি ভুল লোককে ট্যাক্সিতে তুলেছেন। তারপর ফোনটা চালু অবস্থায়ই পাশে রেখে দেন। সারিব কল রেকর্ড করতে শুরু করেন। সেখানেই শোনা যায়, একজন বলছেন, 'জয় শ্রীরাম বল'। আরেকজন বলছে, 'ভাই তু জয় শ্রীরাম বোল'। এর মিনিট পনেরো পর আফতাবের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়।

সারিব প্রথমে দিল্লি পুলিশে ফোন করেছিলেন। তারা জানায়, নয়ডায় গৌতমবুদ্ধ নগর থানায় অভিযোগ জানাতে হবে। সেইমতো তিনি নয়ডা পুলিশকে ফোন করেন।

গ্রেটার নয়ডা পুলিশ তারপর গাড়িটি উদ্ধার করে। তখন আফতাব চালকের সিটে। তাঁর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত হেনে মারা হয়েছিল। চিকিৎসা করার সময়ই তাঁর মৃত্যু হয়। গাড়ির যাত্রীরা কেউ ছিল না।

সারিবের দাবি, 'জয় শ্রীরাম' না বলার জন্যই তাঁর বাবাকে মারা হয়েছে। অডিও ক্লিপ তাঁর কাছে আছে। সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

পুলিশ অবশ্য সারিবের কথা মানতে চায়নি। তাদের দাবি, ওই দুই যাত্রী মাতাল ছিল। তারা ট্যাক্সি চুরি করার মতলবে উঠেছিল। তাদের পরিচয় জানা যায়নি।
Blogger দ্বারা পরিচালিত.