মুর্শিদাবাদের জঙ্গিদের সঙ্গে জেএমবির সালাউদ্দিনের যোগাযোগ ছিল


Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের বর্ধমানের অদূরে খাগড়াগড়ে ২০১৪ সালে এক বোমা তৈরির কারখানায় বিস্ফোরণের পর জেএমবির জঙ্গি সালাউদ্দিনের নাম উঠে এসেছিল । তবে অনেক চেষ্টার পরেও সালাউদ্দিন ভারতীয় গোয়েন্দাদের জালে ধরা পড়েনি। গত সপ্তাহে আল-কায়েদার ছয় সদস্যকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করার পর গোয়েন্দারা জানতে পেরেছেন, সালাউদ্দিন এদের একত্র করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জেরার মুখে এই জঙ্গিরা জানিয়েছে, সালাউদ্দিন তাদের নিয়ে জামাআতুল মুজাহিদীন ইন্ডিয়া বা জেএমআই নামে একটি সংগঠন করার ফন্দি করেছিল। ‘সালাউদ্দিন আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে ২০১৪ সাল থেকে। সেই বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে পালিয়ে যায় সালাউদ্দিন। তার পর থেকে দুই দেশের তদন্তকারী সংস্থা তাকে খুঁজছে’। জানিয়েছে এক গোয়েন্দা সূত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.