পশ্চিমবঙ্গের এখানে অসময়ে হয় তর্পণ, তাও আবার নারীর হাতে
Odd বাংলা ডেস্ক: রামকেলি মেলা হল মালদহ জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় মেয়েদের মাতৃতর্পণ করার চিত্র নজরে আসে । মৃত মায়ের উদ্দেশ্যে মেয়েরা তর্পণ করতে পারেন। গয়াতে যেমন ছেলেরা বাবা-মায়ের উদ্দেশ্যে পিন্ডদান কিংবা মহালয়ার পুণ্যলগ্নে পিতৃতর্পণ করেন, তেমনি মেয়েরা এখানে মায়ের উদ্দ্যেশে মাতৃতর্পণ ও পিন্ডদান করে থাকে। গৌড়েশ্বরী থানে এই কার্য সম্পন্ন হয়। মেলার শুরুর দিন সকাল থেকেই চলতে থাকে এই আচার অনুষ্ঠান। ফল, ফুল, পান, সুপারি, তিল ধূপ-ধুনো সব নিয়ে মাতৃহারা কন্যারা সামিল হন গৌড়েশ্বরী থানে। পুরোহিতের সাহায্যে সম্পন্ন করেন মাতৃতর্পণকার্য। মেলা লাগোয়া গৌড়েশ্বরী থান ভারতবর্ষের একমাত্র স্থান যেখানে মাতৃ পিন্ডদান হয়ে থাকে। তাই ভারতের নানা প্রান্ত থেকে মহিলারা এই মেলায় সামিল হন। পিন্ডদানের পর তাঁরা সন্ধেবেলায় ফিরোজ মিনারের চারপাশে মৃতার আত্মার শান্তি কামনায় প্রদীপ জ্বালান।
Post a Comment