সকলেরই দুই বউ! এদেশেই রয়েছে এমন গ্রাম



Odd বাংলা ডেস্ক: ‘একটি নিয়েই গলদঘর্ম, ডিউ পার্টেতে নেইকো লোভ।’ ‘ওগো বধূ সুন্দরী’ ছবিতে উত্তমকুমারের লিপে কিশোরকুমারের সেই গান মনে পড়ে? কিন্তু জানেন কি, এদেশেই এক গ্রাম আছে, যেখানকার পুরুষরা ‘গলদঘর্ম’ হতে ভয় পান না। গ্রামের ৭০টি পরিবারের প্রত্যেক পুরুষেরই দু’টি করে স্ত্রী। হ্যাঁ, শুনতে যতই তাজ্জব লাগুক, এটাই সত্যি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রাজস্থানের বার্মের জেলার দেরাসর গ্রামেই দেখা মেলে এমন আশ্চর্য প্রথার। গ্রামে বাস সব মিলিয়ে ৬০০ মানুষের। সকলেই মুসলিম ধর্মাবলম্বী। ইসলামে বহু বিবাহের প্রচলন রয়েছে। তবে এই গ্রামের প্রত্যেক পুরুষের দু’টি স্ত্রী থাকার কারণ কিন্তু অন্য। এর পিছনে রয়েছে একটি বিশ্বাস। সেই বিশ্বাসটি বড়ই অদ্ভুত। এই গ্রামে কারওই প্রথম পক্ষের স্ত্রীর গর্ভে সন্তান আসে না! কোনও ব্যাখ্যা নেই এই ঘটনার। কিন্তু এমনটাই নাকি ঘটে আসছে বহু কাল ধরে। তেমনটাই দাবি গ্রামবাসীদের। আশ্চর্যের এখানেই শেষ নয়। প্রথম পক্ষের স্ত্রীদের কিন্তু কোনও ক্ষোভ থাকে না দ্বিতীয় পক্ষের সন্তানদের নিয়ে। বরং তাঁরা অপত্যস্নেহেই মানুষ করেন তাদের।


Blogger দ্বারা পরিচালিত.