কিছু বাজার চলতি হ্যান্ড স্যানিটাইজারে পাওয়া গিয়েছে বিষাক্ত মিথানল, যার ফলে নেমে আসতে পারে অন্ধত্ব!


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যে কোভিড-১৯ মহামারির কারণে সবদিক থেকে চাপ বাড়ছে এবং ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে সে সম্পর্কেও বিস্তর জল্পনা চলছে, আর এরই মধ্যে, কনজিউমার গাইডেন্স সোসাইটি অফ ইন্ডিয়া (সিজিএসআই)- দেশের প্রাচীনতম গ্রাহক সংস্থা দ্বারা পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণার পরে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে, যার জেরে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। 

তাদের তরফে পরীক্ষিত ১২২টির মধ্যে ৫টিতে পাওয়া গিয়েছে বিষাক্ত মিথেনল এবং ৪৫টি লেবেলের স্পেসিফিকেশন-এর কোনও মিল পাওয়া যায়নি। আর অবাককরা বিষয় হল ৪%-এর মধ্যে রয়েছে বিষাক্ত মিথানল যা, অপটিক নার্ভের ক্ষতি করে এবং অন্ধত্বের মতো মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়া ঘটাতে পারে।

২০২০ সালের ৩১ অগাস্টে প্রকাশিত সিজিএসআই-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, তাঁরা মহারাষ্ট্রের মুম্বই, নবি মুম্বই, থানে-এর বাজারে পাওয়া হ্যান্ড স্যানিটাইজার নিয়ে একটি গবেষণা চালিয়েছিল এবং প্রত্যেকটিতে অ্যালকোহলের পরিমাণ পরীক্ষা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, বোতলের ওপর নিয়মাবলীতে যা লেখা রয়েছে, স্যানিটাইজার ঠিক তাই তাই রয়েছে কিনা৷ কিন্তু সেখানেই মিলেছে ভেজাল৷

জানা গিয়েছে, বিষাক্ত মিথানল শরীরে প্রবেশ করে তা লিভারে মিশে তৈরি করে ফর্মিক অ্যাসিড এবং ফরম্যালডেহাইড যার ফলে, চোখের জ্যোতি চলে যেতে পারে৷ এটি শরীরে মিশে ধীরেধীরে শুরু করে বিষক্রিয়া৷ মাথা ধরা, ঝিম ভাব, বমি ভাব, চোখে আবছা দেখা থেকে অন্ধত্ব, কোমা এমনকী মৃত্যুও পর্যন্তও হতে পারে৷
Blogger দ্বারা পরিচালিত.