কম সময় চুল বড় করতে চান? তাহলে অ্যাপ্লাই করুন এই কার্যকরী হেয়ার মাস্ক


Odd বাংলা ডেস্ক: আপনারা সকলেই জানেন যে, বেসন আপনাদের ত্বকের জন্য কতটা উপকারী, কিন্তু আপনি কি জানেন, বেসন চুলের ওপরেও একইভাবে কাজ করে। প্রাচীনকাল থেকে বেসনকে ত্বকের বিভিন্ন সমস্যা এবং চুলের হাজারও সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়I বেসন আপনার চুলকে মজবুত করতে এবং স্বাস্থ্যকর বানাতে সাহায্য করে। বেসন আপনার চুলের বৃদ্ধি ঘটায়, অন্যদিকে চুল পড়া বন্ধ করতে এবং চুলকে পরিষ্কার রাখতে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। আজ আপনাদের জানাব একটি বেসন মাস্কের কথা, যেটি আপনারা চুলে অ্যাপ্লাই করলে পেয়ে যেতে পারবেন, সুস্থ সুন্দর ও সিল্কি চুল।  

দই এবং বেসনের হেয়ার মাস্ক-
দইয়ের সঙ্গে বেসন মেশালে সেই মিশ্রণটি আপনার চুলে অ্যাপ্লাই করলে আপনার চুলের বৃদ্ধি তে সাহায্য করেI দইয়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু ভাল ব্যাকটেরিয়া, যা আপনার মাথার ময়লা পরিষ্কার করতে সাহায্য করেI যদি আপনি প্রায়ই মাথায় চুলকানি অনুভব করেন তখন এই মিশ্রণটিতে একটু হলুদ মিশিয়ে নেবেনI 


এর জন্য একটি পাত্রে একটু বেসন নিয়ে তার মধ্যে অল্প দই মিশিয়ে নিন। এবার এর মধ্যে হলুদ যোগ করে একটা ঘন পেস্ট তৈরী করে নিন। চুলে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে চুল ধুয়ে নিনI

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.