বাড়িতে ইন্টারনেট নেই, তাই রেস্তোরাঁর ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে স্কুলের হোমওয়ার্ক করছে দুই শিশু!


Odd বাংলা ডেস্ক: করোনাকালে স্কুলে যাওয়া বন্ধ। চালু হয়েছে অনলাইন ক্লাস। কিন্তু সে জন্য দরকার ইন্টারনেট সংযোগ। আর তাই বিনা মূল্যে ওয়াই-ফাই কানেকশন পেতে ট্যাকো বেল নামের একটি রেস্তোরাঁর সামনের ফুটপাতে বসে মোবাইলে হোমওয়ার্ক করছিল দুই শিশু। কারণ তাঁদের বাসায় ইন্টারনেট সংযোগ ছিল না। ওই দুই শিশু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যালিয়ান সিটি এলমেন্টারি স্কুল জেলার বাসিন্দা। দুই শিশুর এই হৃদয়বিদারক ছবি তুলে কেউ একজন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় । 

ওই দুই শিশুর বাড়িতে ইন্টারনেট সংযোগ বসানোর জন্য টাকা জমা দিতে থাকেন সহৃদয় ব্যক্তিরা। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে সবার থেকে চাঁদা তুলে ওই দুই শিশুকে সাহায্য করার কথা জানানো হয়েছিল। আর এতেই মোট এক লাখ ৪০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা উঠে আসে। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ৭০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। 

 সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি বিপুল ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন নিজেই উদ্যোগী হয়ে ওই দুই ছাত্রীর বাড়িতে ইন্টারনেট সংযোগ দিয়েছে। স্যালিয়ান সিটির জনসংযোগ কর্মকর্তা রিচার্ড গেবিন বলেন, আমাদের জেলার প্রতিটি ছাত্র-ছাত্রী যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, কারো যাতে কোনো অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব আমাদের। ওই দুই ছাত্রীর জন্যও বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.