২০২০-'২১ শিক্ষাবর্ষে কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য নয়া সংশোধিত গাইডলাইন প্রকাশ করল UGC
Odd বাংলা ডেস্ক: ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা UGC-এর তরফে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীজের জন্য একটি নয়া সংশোধিত শিক্ষাবর্ষ ২০২০-২১-এর নির্দেশিকা প্রকাশ করা হল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পরে এই সংশোধিত নির্দেশিকা ইউজিসি প্রকাশ করেছে। প্রকাশিত সংশোধিত একাডেমিক গাইডলাইন অনুসারে, নতুন শিক্ষাবর্ষটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২০২০ সালের ১ নভেম্বর থেকে শুরু হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে সংশোধিত নির্দেশিকা প্রকাশের ঘোষণা করেছেন।
In view of the #COVID19 Pandemic, @ugc_india has issued guidelines on Examinations & Academic Calendar for UG & PG Students for the Session 2020-21.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 25, 2020
For more details, visit the UGC website: https://t.co/HTMOrA0jNl#UGCGuidelines pic.twitter.com/1i7xhumDk7
এক্ষেত্রে ইউজিসি সমস্ত বিশ্ববিদ্যালয়কে জানিয়েছে যে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া ৩০ অক্টোবর, ২০২০-র মধ্যে শেষ করে ফেলতে হবে। ইউজিসি-র তরফে প্রকাশিত সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারে, প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে মার্চ ৮, ২০২১, থেকে মার্চ ২৬, ২০২১-এর মধ্যে।
ইউজিসির বিজ্ঞপ্তি অনুসারে, "২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রোগ্রামগুলিতে মেধা/প্রবেশিকা ভিত্তিক ভর্তি ২০২০-এর অক্টোবরের মধ্যে শেষ করা হবে। বাকি থাকা শূন্য আসন পূরণের জন্য প্রবেশের শেষ তারিখ ৩০ নভেম্বর করা হবে।''
গুরুত্বপূর্ণ কিছু তারিখ-
ইউজিসি-র তরফে আরও বলা হয়েছে, সকল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে আগে যতখানি সময় নষ্ট হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য সপ্তাহে ৬দিন করে ক্লাস নিতে হবে। এভাবে ক্লাসের ঘাটতি পূরণ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ইউজিসি। পাশাপশি বিশ্ববিদ্যালয়গুলিকে নতুন ব্যাচের শিক্ষার্থীদের সুবিধার্থে বিরতি বা ছুটিও কম করার কথা বলেছে। এইভাবে তাদের চূড়ান্ত ফলাফলগুলি যথাসময়ে ঘোষণা করা হবে এবং ডিগ্রিগুলি সময়মতো দেওয়া হবে।
পাশাপাশি, ইউজিসি শিক্ষার্থীদের ভর্তি বাতিল বা মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ফি বা ধার্য অর্থের পুরো টাকাটাই ফেরত দিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরও সহায়তা করবে বলে জানিয়েছে।
Post a Comment