২৪ ঘণ্টা ধরে দেওয়া যাবে না পরীক্ষা, UGC-এর আপত্তিতে নিয়ম বদলাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়


Odd বাংলা ডেস্ক: সুপ্রিম নির্দেশে অবশেষে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেবে বলে ঠিক করেছিল রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি। এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ঘোষণা করা হয়েছিল যে, পরীক্ষার্থীরা ২৪ ঘণ্টা ধরে তাঁদের উত্তরপত্র লিখতে পারবে। কিন্তু এই সারাদিন ধরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আপত্তি তুলেছে ইউজিসি। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের তরফে বলা হয় যে, ৩ ঘণ্টায় নিতে হবে পরীক্ষা। তবে প্রয়োজনে ২ ঘণ্টাও নেওয়া যেতে পারে। 

জানা গিয়েছে, প্রশ্নপত্র পড়ার জন্য হয়তো অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে। কিন্তু গোটা ২৪ ঘণ্টা কখনওই নয়। রাজ্যের কাছে চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছে ইউজিসি। আর ইউজিসি-র পাঠানো নিয়ম অনুসারে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 

প্রথমে মহামারি পরিস্থিতিতে পরীক্ষা না নিয়েই পূর্ব সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল CU। অবশেষে ইউজিসির পরামর্শে পূর্বনির্ধারিত পরীক্ষার নিয়মও বদলালো কলকাতা বিশ্ববিদ্যালয়।
Blogger দ্বারা পরিচালিত.