ঘরে বসে বই দেখে দেওয়া যাবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, পরীক্ষার সময়সীমা ২৪ ঘণ্টা, জানাল CU
Odd বাংলা ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কলেজ এবং খোদ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে অনলাইনেই। আজ সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। জানানো হয়েছে প্রতিটি কলেজের অধ্যাপকদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রশ্নপত্র, আর তাঁরাই সেই প্রশ্নপত্র তাঁরা ছাত্র-ছাত্রীদের পৌঁছে দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমেল মারফত।
পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন ২৪ ঘণ্টা। বাড়িতে থেকে সারা দিন ধরে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। বই দেখে উত্তর লিখতে পারবে পরীক্ষার্থীরা। এরপর ১৮ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে উত্তরপত্র। তবে ছাত্রছাত্রীরা যদি উত্তরপত্র জমা দিতে সমস্যায় পড়েন তাহলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষার খাতা জমা করে আসতে পারবে।
ইতিমধ্যেই কলেজে কলেজে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে, আর সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কলেজের অধ্যাপকরাই পরীক্ষার্থীদের খাতা দেখবেন আগামী ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
Post a Comment