'করোনার টিকা নিয়ে মানুষ আস্থা হারালে, আমিই নিজের শরীরে ভ্যাকসিনের প্রথম ডোজটা নেব'
Odd বালা ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভ্যাকসিন আনানাটা খুবই প্রয়োজনীয়। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি এখন করোনার ভ্যাকসিন তৈরির কাজে মগ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। তবে করোনার ভ্যাকসিন এলে তা প্রয়োজনীয়তা অনুসারে, প্রথমে প্রথমসারির করোনা যোদ্ধা, সিনিয়র সিটিজেন্ট, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের শরীরে প্রয়োগ করা হবে।
'ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে মানুষের মনে যদি আশঙ্কা থাকে, তাহলে করোনার টিকার প্রথম ডোজটি আমিই নিজের শরীরে গ্রহণ করতে চাই'- রবিবার এমনটাই বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেসময়ই হর্ষবর্ধন আরও বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ভারতে করোনার টিকা চলে আসবে।
Here goes the very first episode of #SundaySamvaad !— Dr Harsh Vardhan (@drharshvardhan) September 13, 2020
Grateful to thousands of you who wrote to me with hashtag #SundaySamvaadwithDrHV & sent questions.
Am happy that it has started a wonderful 2-way communication with social media friends👍 https://t.co/JqkLwnLeTz
মন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, ভ্যাকসিনের ক্লিনিক্যাল টেস্টের ক্ষেত্রে সরকার কোনও আপস করবে না। নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেই সরকার এর অনুমোদন দেবে বলে জানিয়েছেন তিনি। ভ্যাকসিনের নিরাপত্তা, তার দাম, গুণগত মান এবং উৎপাদনের টাইমলাইন সংক্রান্ত বিষয় নিয়ে ক্রমাগত আলোচনা হয়ে চলেছে। তবে টিকা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সামর্থ্য কোনওভাবে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না বলে আশ্বস্ত করেছেন হর্ষবর্ধন।
Post a Comment