করোনা আক্রান্ত হলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, রয়েছেন হোম আইসোলেশনে


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হলেন ভারতের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। তাঁর দফতরের তরফে এদিন টুইট করে এমনটাই জানানো হয়েছে। জানানো হয়েছে যে, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি ভাল আছেন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 

দেশের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে আজ রুটিন কোভিড টেস্ট করানো হলে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ না থাকায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাঁর স্ত্রী শ্রীমতি উষা নাইডুর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। 

বেঙ্কাইয়া নাইডু, যিনি রাজ্যসভার চেয়ারম্যানও, সম্প্রতি  তিনি সংসদের বাদল অধিবেশনে যোগ দিয়েছিলেন, যেখানে ২৫ জন সাংসদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লক্ষের গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় উদ্বেগ কমিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৫৮৯ জন। 
Blogger দ্বারা পরিচালিত.