করোনা আবহে দুর্গাপুজো মণ্ডপ খোলা-মেলা রাখতে হবে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
Odd বাংলা ডেস্ক: এবারের দুর্গাপুজো অন্যান্যবারের চেয়ে অনেকটাই আলাদা। তাই বাঙালির সেরা উৎসব দুর্গোসব উদযাপনেও এবার অভিনব কিছু সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এবছর সমস্ত দুর্গাপুজো প্যান্ডেল খোলা-মেলা রাখার পরামর্শ দিয়েছেন।
আজ করোনা মোকাবিলায় রাজ্য সরকার কর্তৃক গঠিত গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের মিটিং ছিল। এরপর নবান্নে সাংবাদিক বৈঠঢকে মুখ্যমন্ত্রী বলেন, কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুজো প্যান্ডেল খোলা রাখতে হবে, যাতে হাওয়া বাতাস ঢোকে। বদ্ধ না থাকে। এতে নিঃশ্বাস প্রশ্বাসে সুবিধা হবে। জীবাণু থাকলে বেরিয়ে যাবে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, চারদিক থেকে ঢাকা প্যান্ডেল বানিয়ে কেবল ভেতরে ভেন্টিলেশনের ব্যবস্থা করলেই হবে না। মণ্ডপ খোলামেলা হওয়াটা দরকার। তবে চারদিক খোলা রাখতে হবে এমনটা নয়। মুখ্যমন্ত্রী বলেন, মণ্ডপের যেদিকে দুর্গা প্রতিমা থাকবে সেদিকটা তো অবশ্যই ঢাকা থাকবে, কিন্তু সাধারণ মানুষ যেদিকে দাঁড়িয়ে অঞ্জলি দেবেন বা যেখানে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করবেন সেদিকটা খোলামেলা রাখতে হবে।
Post a Comment