আর কিছুক্ষণের মধ্যেই ১৭টি জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, চলবে বৃহস্পতিবার পর্যন্ত


Odd বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হয়েছে নিম্নচাপস যা, ক্রমশ উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে চলেছে। এর ফলে রাজ্যের পশ্চিমের জেলাগুলিকে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। 

হাওয়া অফিসের পূর্বাভাস, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়াও মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা এবং মঙ্গলবার ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.