এবছর মহালয়ার ৩৫ দিন পর পুজো কেন?
Odd বাংলা ডেস্ক: সেপ্টেম্বর মাসের ১৭তারিখ পড়েছে মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুরুর এই কাঙ্খিত ভোর আগামী বছর সেপ্টেম্বরের সতেরো তারিখ হবে। ২০২০ সালের দুর্গাপুজো ২১ অক্টোবর শুরু হবে। তার ঠিক একমাস আগেই হয়ে যাবে মহালয়া। ফলে মহালয়া থেকে লম্বা কাউন্টডাউন শুরু হয়ে যাবে দুর্গাপুজোর।
পঞ্জিকা বলছে, আগামী বছর অর্থাৎ ২০২০ সালে দুর্গাপুজোয় মহালয়ার ঠিক ১ মাস বাদে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজো। কারণ, আগামী বছর দুটি অমাবস্যা একমাসে পড়ছে। আর তার জন্যই পুজো একমাস পিছিয়ে আশ্বিনের জায়গায় কার্তিকে হবে।
Post a Comment