করোনা ভ্যাকসিনের জন্য ভারত সরকারের কাছে ৮০ হাজার কোটি টাকা আছে তো? প্রশ্ন সেরামের সিইও-র


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের নিরাময়ে অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ইতিমধ্য়েই ভারতে শুরু হয়ে গিয়েছে সেরাম ইন্সটিটিউটের হাত ধরে। কিন্তু ভ্যাকসিনের গণউৎপাদন শুরু হওয়ার আগেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা। 

ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন এবং তা বন্টন নিয়ে এদিনের টুইট বার্তায় তিনি লেখেন, 'পরবর্তী ১ বছরে ভারত সরকারের কাছে কি ৮০,০০০ কোটি টাকার যোগান রয়েছ? কারণ করোনার টিকা কিনে তা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই বিপুল অর্থের প্রয়োজন হবে। এটাই আমাদের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, যার মোকাবিলা করতে হবে। ' 
এরপর আরও একটি টুইট বার্তায় তিনি লিখেছেন। 'আমি এই প্রশ্নটি করছি তার কারণ হল, আমাদের ভারতে এবং বাইরে থেকেও আসা ভ্যাকসিন দিয়ে দেশের চাহিদা মেটানোর জন্য আমাদের পরিকল্পনা এবং দিশা নির্দেশের প্রয়োজন।' প্রসঙ্গত, এর উত্তরে নেটিজেনদের একাংশের দাবি যে, সকলের জন্য ভ্যাকসিন মুকুব করার দরকার নেই, যাঁরা বিত্তবান, যাঁদের আর্থিক সামর্থ রয়েছে, তাঁরা টাকা দিয়ে ভ্যাকসিন কিনুক, আর গরীব মানুষের জন্য ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হোক। 
Blogger দ্বারা পরিচালিত.