গত ১৭ বছরে এই প্রথম এতবার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান, দেশের সামনে এখন জোড়া শত্রু


Odd বাংলা ডেস্ক: লাদাখে ভারত-চিন সীমান্তে চিনা সেনারা অপটিক ফাইবার কেবলের নেটওয়ার্ক স্থাপন করছে এমন খবর পাওয়ার মধ্যেই ভারত-পাক সীমান্তে আবার গুলি চালাচ্ছে পাকিস্তান। এককথায় একজোড়া শত্রুর মোকাবিলা করছে ভারত। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 

লোকসভায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাদল অধিবেশন, যেখানে পেশ করা রিপোর্টে দেখা গিয়েছে চলতি বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি থেকে গত ৭ সেপ্টেম্বরের মধ্যে মোট ৩ হাজার ১৮৬ বার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। বলা হচ্ছে, গত ১৭ বছর এই প্রথম এতবেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এছাড়াও ওই একই সময়ে এই আন্তর্জাতিক বর্ডারে ২৪২ বার ক্রস বর্ডার ফায়ারিংও অনুষ্ঠিত হয়েছে। 


প্রসঙ্গত, করোনার থাবায় যখন জর্জরিত গোটা দেশ, অর্থনীতি কার্যত তলানিতে এসে ঠেকেছে, পাশাপাশি বেকারত্ব বাড়ছে হু হু করে, এমন এক পরিস্থিতিতে চিন-পাকিস্তানের মতো জোড়া শত্রুকে মোকাবিলা করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত প্রায় চার লমাস ধরে লাদাখ সীমান্তে মোতায়েন রয়েছে ভারত এবং চিন সেনা। গোটা শীতেও সেনাবাহিনি মজুত রাখা হবে বলে এখন থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র। 
Blogger দ্বারা পরিচালিত.