বাল্যবিবাহ ঠেকাতে পালিয়ে বান্ধবীর বাড়িতে আশ্রয়
Odd বাংলা ডেস্ক: প্রতিবেশী দেশ বাংলাদেশে আজও বাল্যবিবাহ অব্যাহত। লালমনিরহাটে বাল্যবিয়ে থেকে বাঁচতে এক স্কুলছাত্রী বাড়ি থেকে পালিয়ে দুই দিন ধরে বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।
জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপির উওর ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই স্কুলছাত্রীকে শুক্রবার রাতে জোর পূর্বক বাল্য বিয়ে দেয়ার চেষ্টা করেন তার বাবা-মা। উপায় না পেয়ে বাড়ি থেকে পালিয়ে তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। পরে ওই বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে রাতেই হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমকে ফোন করে সহযোগিতা চান ওই ছাত্রী।
শনিবার সকালে হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফা ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকেও বিষয়টি জানান। কিন্তু বাল্যবিয়ে বন্ধ করতে সহযোগিতা পায়নি এমন অভিযোগ ওই স্কুলছাত্রীর।
ওই মেয়ের বাবা-মা বলেন, মেয়েকে বিয়ে দিতেই পারি। তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, রাতে ফোন পেয়ে ওই মেয়ের বাবার সঙ্গে ফোনে কথা বলেছি।
এতেও যদি কাজ না হয় তাহলে মেয়ের বাবা মাকে আরো কাউন্সিলিং করতে হবে।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, বাল্যবিয়ে থেকে মেয়েটিকে রক্ষা করতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। তাদের কথাবার্তা স্বাভাবিক নয়। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Post a Comment