'এটাই শেষ নয়, এর পরেও আরও ভয়ঙ্কর মহামারির সাক্ষী থাকতে চলেছে বিশ্ব'
Odd বাংলা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধনম ঘেব্রেয়িসাস সোমবার জানিয়েছেন, বিশ্বকে আগামী মহামারির জন্য আরও ভালভাবে প্রস্তুত হতে হবে। পাশাপাশি তিনি সমস্ত দেশগুলিকে জনস্বাস্থ্যের ওপর বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
রয়টার্সের এক সমীক্ষায় দেখা গেছে যে, ২০১২ সালের ডিসেম্বরে চিনের উহান প্রদেশের প্রথম করোনা মামলা শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭.১৯ মিলিয়নেরও বেশি মানুষ। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৮৮৮,৩২৬ মানুষ।
আরও পড়ুন- একদিনে মৃতের সংখ্যায় রেকর্ড করল ভারত, অন্যান্য দিনের তুলনায় কমে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা
টেড্রোস আধনম জেনেভাতে এক নিউজ ব্রিফিংয়ে জানিয়েছেন, 'এটিই সর্বশেষ মহামারি নয়। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে, মহামারির বিস্তার এবং এর প্রাদুর্ভাব হল জীবনের সত্য। তবে পরের মহামারিটি এলে বিশ্বকে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে- চলতি সময়ের চেয়ে আরও বেশি প্রস্তুতি নিতে হবে।'
Post a Comment