উত্তরপ্রদেশে তৈরি হবে দেশের সবচেয়ে বড় ফিল্ম সিটি, বললেন যোগী আদিত্যনাথ


Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন সংবাদ শিরোনামে। সম্প্রতি তিনি মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে শিবাজী মহারাজের নামে করেছেন। আর এবার তিনি দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরি করার পরিকল্পনায়। আর সেই কারণে তিনি গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডা এবং গ্রেটার নয়ডার কাছে উপযুক্ত জমির সন্ধান করার নির্দেশ দিয়েছেন তাঁর কর্মকর্তাদের। জমির খোঁজ পাওয়া গেলেই শুরু হবে কাজ।

মীরাট বিভাগের উন্নয়ন প্রকল্পগুলি পর্যালোচনা করার সময় এদিন বৈঠকে এমনই নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, বর্তমানে এদেশে একটি উন্নতমানের ফিল্ম সিটির প্রয়োজন রয়েছে। আরক তা তৈরি হবে উত্তরপ্রদেশ সরকারের হাত ধরেই। নয়ডা, গ্রেটার নয়ডা বা যমুনা এক্সপ্রেসওয়ের আশপাশের এলাকায় ফিল্মসিটির জন্য জমির সন্ধান করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
 
এতে করে বহু মানুষের কর্ম সংস্থান হবেও বলেও আশ্বস্থ করেছেন যোগী। ফিল্মসিটিটি তৈরির বিষয়ে যত শীঘ্রই সম্ভব অ্যাকশন প্ল্যান তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.