করোনামুক্ত এই শহরে ৯৫ টাকায় মিলছে বাড়ি!

Odd বাংলা ডেস্ক: একটি বাড়ির দাম মাত্র ৯৫ টাকা! জেনে নিশ্চয় চোখ কপালে উঠছে? অবাক হলেও সত্যি বটে। ইতালির এক শহরে মিলছে এই বাড়ি। নিশ্চয় ভাবছেন, ইতালিতে তো করোনার থাবায় অনেকেই মৃত্যুবরণ করেছে। তবে বিশ্বাস করুন, এই শহরটি এখনো করোনামুক্ত।

ইতালির এই শহরটিতেই ৯৫ টাকায় মিলছে সবুজে ঘেরা আস্ত বাড়ি। বাড়ির এই দাম নিয়ে হেলা ফেলা করবেন না। লটারি কেটে নয়, বাড়ি কিনতে গেলে আপনাকে সশরীরে যেতে হবে শহরটি। 

আরও পড়ুন: সুরক্ষা নিশ্চিত করতে এবার মিষ্টির মোড়কে লিখতে হবে 'এক্সপায়ারি ডেট', নির্দেশ দিল FSSAI

বিশ্বের এই কঠিন সময়ে করোনামুক্ত শহর হিসেবে নিজেদের কাছে লোক টানতে চাইছেন শহরের বাসিন্দারা। ইতালির ক্যালাব্রিয়ার দক্ষিণ অঞ্চলের এই শহরে মূলত সিনকেফ্রন্দি সম্প্রদায়ের বাস। ইতালীয়দের কাছে এই শহরটির নাম চিনকেফ্রন্দি। 

গাছগাছালি, সবুজে সাজানো সুন্দর এক শহর। এখানেই আপনার জন্য অপেক্ষা করছে মনোরম একটি বাড়ি। হ্যাঁ, মাত্র এক ইউরোতেই মিলবে একটি বাড়ি। বাংলাদেশি টাকায় যার মূল্য ৯৫ টাকা ৫৭ পয়সা। ভাববেন না আবার এটি, বিজ্ঞাপনী চমক। 

মাত্র ৯৫ টাকায় ইতালির এই শহরে বাড়ি বুক করা যাবে। বাড়ি কেনার পর বাকি দাম দেয়ারও প্রয়োজন পড়বে না। মাত্র এক ইউরোতেই মিলবে সবুজে ঘেরা করোনামুক্ত শহরে বসবাসের সুযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.