দুর্দিন আসছে না খুশির দিন? ইঙ্গিত লুকিয়ে রয়েছে আপনার স্বপ্নেই



Odd বাংলা ডেস্ক: সুস্থতার জন্য ঘুম জরুরি। তাইতো সব প্রাণীকেই ঘুমাতে হয়। তা সে কম কিংবা বেশি, যাই হোক না কেন। আর ঘুমালে সবাই কমবেশি স্বপ্ন দেখে থাকেন। সেই স্বপ্ন কখনো খুব সুখের হয়, আবার কখনো বেশ কষ্টদায়ক। আবার অনেকেই ভৌতিক স্বপ্নও দেখে থাকেন।

তবে ঘুম ভেঙ্গে যাওয়ার পর সেই স্বপ্ন নিয়ে কেউই ততোটা ভাবেন না। কিন্তু জানেন কি, স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের পথের নিশানা! অনেক সময় স্বপ্নের মধ্যে দিয়েই জীবনে ঘটতে চলা ভালো বা খারাপ ঘটনার নির্দেশ দেয়া হয়! কিছু স্বপ্ন সৌভাগ্য, দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয়। তাই চলুন জেনে নেয়া যাক কোন স্বপ্ন আমাদের কী ইঙ্গিত দেয় তা জেনে নেয়া যাক-  

> স্বপ্নে মাছ দেখা সৌভাগ্যের সঙ্কেত দেয়। যদি স্বপ্নে মাছ ধরা দেখেন, তবে তা অর্থপ্রাপ্তির লক্ষণ।

> স্বপ্নে সাদা সাপ দেখা খুব শুভ! জীবনে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন, সমস্ত অভাব-অনটন মিটে যাবে। পকেটে টাকা উপচে পড়বে!

> স্বপ্নে পাহাড়ে আরোহণ করা দেখা মানে আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি হতে চলেছে।

> স্বপ্নে নৃত্যরত ময়ূর দেখা মানে কোনো ভালো সংবাদ পেতে চলেছেন।

> স্বপ্নে ফলভর্তি গাছ দেখা ধনসম্পত্তি লাভের ইঙ্গিত দেয়। যদি গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখেন, তার মানে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে।
Blogger দ্বারা পরিচালিত.