হাথরাসের নির্যাতিতার সঙ্গে ফোনে ১০৪ বার করা হয়েছিল অভিযুক্তের, দাবি যোগী পুলিশের


Odd বাংলা ডেস্ক: হাথরাস মামলায় নয়া মোড়। ২০ বছরের দলিত তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। গত সেপ্টেম্বরে দলিত তরুণীর ওপর গণধর্ষণ এবং নৃশংস অত্যাচারের মূল অভিযুক্ত ওই একই গ্রামের বাসিন্দা সন্দীপ সিং। 

উত্তপ্রদেশ পুলিশ নির্যাতিতা তরুণীর পরিবারের সকলের ফোন এবং অভিযুক্তের ফোন খতিয়ে দেখছে। মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখে যোগী পুলিশের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে নির্যাতিতা তরুণীর টেলিফোনে নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে যে, সন্দীপ নিয়মিত আক্রান্ত তরুণীর ভাইয়ের নামে একটি ফোন নম্বর থেকে নিয়মিত ফোন পেত। পুলিশ আরও জানিয়েছে যে, ৯৮৯xxxxx এবং সন্দীপেপ নম্বর ৭৬১৮৬xxxxx-এর মধ্যে টেলিফোনিক কথোকথন চালু হয় ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে। বেশিরভাগ ফোনকলগুলি চাঁদপা অঞ্চলে অবস্থিত সেল টাওয়ারগুলি থেকে আক্রান্ত তরুণীর গ্রাম বুলগারগহি থএকে মোটামোটি ২ কিলোমিটারের মধ্যে করা হয়েছিল।


কলরেকর্ড খতিয়ে দেখে যোগী পুলিশের দাবি, দুটি ফোন নম্বরের মধঅযে ৬২টি কল আউটগোয়িং এবং ৪২টি ইনকামিং কল করে মোট ১০৪টি ফোনকল চালাচালি করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, এ থেকেই প্রমাণিত হয় যে আক্রান্ত তরুণীর সঙ্গে অভিযুক্তের যোগাীযোগ ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.