মাটির নিচে গোটা গ্রাম! বাস ৩ হাজার মানুষের! দেখুন ভিডিও..

  

Odd বাংলা ডেস্ক: গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে এই গ্রাম। মাটির উপরে নয়। গ্রামের কয়েক হাজার মানুষের বাস মাটির নিচে।  

চীনের হেনান প্রদেশের সানমেনশিয়ায় রয়েছে এই অদ্ভুত গ্রাম। প্রায় ২০০ বছর ধরে এখানে মাটির তলাতেই বাড়ি বানিয়ে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। সানমেনশিয়া এলাকায় এমন অন্তত ১০ হাজার ঘরের সন্ধান মিলেছে। মাটির নিচে তৈরি এই ঘরগুলোকে চীনা ভাষায় বলা হয় ‘ইয়ায়োডং’। 

যার অর্থ গুহা ঘর। জানা গেছে, একটা সময়ে এখানে প্রায় হাজার বিশেক মানুষের বসবাস ছিল। কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাবে এবং প্রতিকূল জীবনযাত্রার চাপে অনেকেই এলাকা ছেড়ে চলে যান। তবে এখনও সানমেনশিয়া এলাকার এই গুহা ঘরগুলোতে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.