গত ২ সপ্তাহে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড সংক্রমণ বাংলায়!


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭২২ জন মানুষ। যার ফলে সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন। করোনার জেরে দেশে বর্তমান মৃত্যুর হার ১.৫৩ শতাংশে দাঁড়িয়ে। 

সারা দেশে করোনা অ্যাক্টিভের সংখ্যা আজ নিয়ে গত ৩দিন ঘরে ৮ লক্ষের নীচে রয়েছে। করোনা মহামারির কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬.৬ লক্ষ মানুষ। সারা দেশে সুস্থতার হার ৮৮.৩ শতাংশ। কেন্দ্র জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি লোক কোভিড-১৯-এর হাত থেকে খুব হালকা লক্ষণ নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এই জাতীয় ক্ষেত্রে রোগীদের কোভিড-১৯ ব্লক বা সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তির প্রয়োজন নাও পড়তে পারে।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাড়ে আট লক্ষ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে সাপ্তাহিক গড় করোনা টেস্টিং-এর সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে, যা একসময় ৯ লক্ষ এমনকি ১২ লক্ষ পর্যন্ত করা হত। তাহলে কি টেস্ট কম করা হচ্ছে বলে আক্রান্ত কম? উঠছে প্রশ্ন। 

মহারাষ্ট্রে ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কোভিড কেস নথিভুক্ত হয়েছে যেখানে প্রায় ১৬ লক্ষ মামলা ধরা পড়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত প্রায় ৯০০০। তারপরে রয়েছে কেরালা এবং কর্ণাটক, দুটি রাজ্যেই প্রায় ৭০০০ করে করোনা কেস ধরা পড়েছে। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে, যেখানে প্রায় ৪,০০০টি করে করোনা মামলা রেকর্ড করা হয়েছে। নতুন আক্রান্তের নিরিখে এই ক'টি রাজ্যেই দেশের অর্ধেক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। 

উদ্বেগজনকভাবে, পশ্চিমবঙ্গে গত ২ সপ্তাহ ধরে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। সামনেই দুর্গাপুজো, আর তার আগেই এই পরিসংখ্যান স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.