বয়স ৬৮, মহারাষ্ট্র থেকে সাইকেলে পাড়ি দিলেন ২২০০ কিলোমিটার রাস্তা, গন্তব্য বৈষ্ণোদেবী

Odd বাংলা ডেস্ক: কথায় বলে, বিশ্বাসের জোরে মানুষ পাহাড় টলিয়ে দিতে পারে, মনে যদি ইচ্ছেশক্তি থাকে, তাহলে মানুষ সেই ইচ্ছাশক্তির ওপর ভর করে চরম অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারেন। ঈশ্বরকে পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা উপবাস থাকা হোক কিংবা কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দেওয়া... সবই তখন যেন খুব সহজ বলে মনে হয়।  ঠিক যেমনটা করলে ৬৮ বছর বয়স্ক এই বৃদ্ধা।

কেবলমাত্র বিশ্বাসের ওপর ভর করে মহারাষ্ট্র থেকে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছেন বৈষ্ণোদেবীর মন্দিরে। না বয়স, না মহামারি পরিস্থিতি, কোনওকিছুই তাকে নিজের লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ৬৮ বছর বয়স্ক ওই বৃদ্ধার একটি ভিডিও শেয়ার করা হয়, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। 

জানা গিয়েছে বয়ঃবৃদ্ধ ওই মহিলা মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে বৈষ্ণোদেবী পর্যন্ত প্রায় ২,২০০ কিলোমিটার পথ একা একা সাইকেল চালিয়ে পাড়ি দিয়েছেন। দেখুন সেই ভিডিও-


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.