প্রায় ৬০ হাজার টাকায় এক প্যাকেট কনডম! কেনার জন্য লম্বা লাইন..

Odd বাংলা ডেস্ক: ভেনিজুয়েলায় গর্ভপাত করানো নিষিদ্ধ। তাই সুরক্ষিত যৌন জীবন অত্যন্ত জরুরি দেশটির নাগরিকদের কাছে। ভাবছেন, তাতে সমস্যা কোথায়! সমস্যা হল, বর্তমানে ভেনিজুয়েলায় কনডম বা গর্ভনিরোধক ওষুধের দাম আকাশ ছোঁয়া!

সস্তার কনডম কিনে অনাকাঙ্খিত গর্ভধারণের ঝুঁকি নিতে নারাজ সে দেশের তরুণ প্রজন্ম। আর ভাল মানের কন্ডোম মানেই তা বিদেশ থেকে আমদানি করা। ফলে সেগুলির দামও অনেক বেশি।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক প্যাকেট কন্ডোমের দাম প্রায় ৭৫৫ থেকে ৮০০ মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫৭ হাজার টাকা। গর্ভনিরোধক ওষুধের দামও কিন্তু কম নয়!

তাই অপারগ হয়ে সোনা বা হিরের দামেই নিজেদের যৌন জীবন সুরক্ষিত করতে বাধ্য হচ্ছে ভেনিজুয়েলার মানুষ। লম্বা লাইন দিয়ে ‘আকাশ ছোঁয়া’ দামেই কিনছেন কনডম বা গর্ভনিরোধক ওষুধ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.