সংকটেই সৌমিত্র, অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে তাঁকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে


Odd বাংলা ডেস্ক: মহাসংকটেই সৌমিত্র চট্টোপাধ্যায়। সোমবার রাতে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে বাইপ্যাপ বা নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাঁকে। স্নায়ু সম্পর্কিত সমস্যার পাশাপাশি বর্ষীয়ান এই অভিনেতার সোমবার রাতে নতুন করে জ্বর আসায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক আগে থেকেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ক্যান্সার নতুন করে ছড়িয়েছে ফুসফুস এবং মস্তিষ্কেও। সংক্রমণ রয়েছে মূত্রথলিতেও। 

গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত শুক্রবার থেকে আচমকাশ শারীরিক অবস্থার অবণতি হতে থাকে তাঁর। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর আগের থেকে অনেকটাই সুস্থ ছিলেন বলে খবর হাসপাতাল সূত্রে খবর। তবে চিকিৎসকরা আরও জানিয়েছেন, থেকে থেকেই উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। 

হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবরাখবর নিয়েছেন। তাঁর জন্য ১৫ জন চিকিৎসকের একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই দলে রয়েছে ২জন সরকারি চিকিৎসকও। 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী এদিন জানান, 'বাবা খুব ভাল আছে, এমন নয়। কিন্তু তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে বলে যে বিভ্রান্তিমূলক খবর মাঝেমধ্যেই ছড়াচ্ছে, তা-ও ঠিক নয়। বাবার মস্তিষ্কে করোনাজনিত সংক্রমণের কারণে তৈরি হওয়া স্নায়ু অস্থিরতাই এখন তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক করে তুলেছে। তবে এখনও তাঁর শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ভাল পর্যায়েই রয়েছে। সেগুলি স্বাভাবিক কাজকর্ম করছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.