মাছ খেয়ে যুবতী থেকে হয়ে গেল বৃদ্ধা!

Oddবাংলা ডেস্ক : ঘটনাটি ভিয়েতনামের। প্রতিদিনের মতোই এক মধ্যাহ্নভোজনে মাছ খেলেন গৃহবধূ থি ফুয়ং। এরপরই ওই তরুণীর শরীরে শুরু হয় অ্যালার্জিক রিঅ্যাকশন। এমনই এক অ্যালার্জি, যার জেরে রাতারাতি তরুণী থেকে বৃদ্ধায় পরিণত হন থি ফুয়ং।

দীর্ঘ ১২ বছরেও মেলেনি এর সমাধান। বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০০৬ সালে বিয়ে হয় থি ফুয়ং-এর। সেই ছবি দেখে এখনও ভেঙে পড়েন থি ফুয়ং। মিডিয়ার কাছে তিনি বলেছেন, মাছ খাওয়ার পর প্রথমে গোটা শরীর চুলকাতে শুরু করে। তখন স্থানীয় একটি ওষুধের দোকান থেকে অ্যালার্জির ওষুধ কিনে খান। এরপর বিছানায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্বামী তাকে একজন বুড়ি হিসেবে দেখতে পান। প্রথমে তিনি ঘাবড়ে যান। কিন্তু পরে কণ্ঠ শুনে বুঝতে পারেন তিনি তার স্ত্রী।

থি ফুয়ং-এর এই জটিলতাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে লাইপোডিসট্রফি। এটি এমন একটি অসুখ যেখানে ত্বকের নীচে পুরু ফ্যাটি টিস্যুর স্তর তৈরি হয়। এই সিনড্রোমের চিকিৎসা বিশ্বে এখন পর্যন্ত নেই বললেই চলে। এই অসুখে আক্রান্ত ব্যক্তিদের চামড়া ঝুলে পড়ে, গোটা শরীর বুড়িয়ে যায়। মারাত্মক বিরল এই অসুখ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.