চিড়িয়াখানার বাঘেদের দেওয়া যাবে না গরুর মাংস, গোরক্ষায় পশুখাদ্য বহনকারী ট্রাক আটকালো বিজেপি নেতা


Odd বাংলা ডেস্ক: অসমের বিজেপি নেতা সত্য রঞ্জন বোরাহ-র কেবল মানুষকেই নয়, চিড়িয়াখানার মাংসাশী পশুদের (বিশেষত বাঘ) গরুর মাংস পরিবেশনে সমস্যা রয়েছে। সোমবার সত্য রঞ্জন বোরাহ-র নেতৃত্বে একটি ছোট্ট দল- নিজেদের গো-মাংস বিরোধী কর্মী বলে দাবি করে এবং গুয়াহাটি চিড়িয়াখানার মূল ফটকের সামনে বাঘেদের খাবারের জন্য গরুর মাংস বহনকারী যানবাহনগুলিকে আটকায়।  

চিড়িয়াখানার কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে বলে খবর। বিক্ষোভকারীরা গরু জবাই করার বিরুদ্ধে দাবি তুলে স্লোহান দিতে থাকে। সত্য রঞ্জন বোরাহ এদিন সাংবাদিকদের জানান, 'হিন্দু সমাজে আমরা গো-রক্ষাকে গুরুত্ব দিই, কিন্তু চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীদের জন্য এটিই প্রধান খাবার। কিন্তু কেন তা গরুর মাংস, অন্য কোনও মাংস কেন নয়?' প্রশ্ন তোলেন বোরাহ।


এরপর নিজেই এর একটা সমাধান সূত্র বের করেন বোরাহ, তিনি বলেন, চিড়িয়াখানায় সম্বর হরিণ এত দ্রুত প্রজনন করে ফেলে যে, চিড়িয়াখানার মধ্যে পুরুষ হরিণদের আলাদা করে রাখা হয়। সেক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি আরও বেশি করে সম্বর হরিণ প্রজনন করার সুবিধা করে দেয়, তাহলে সেই মাংসই বাঘেদের খাওয়ানো যেতে পারে বলে মত তাঁর। 

ঘটনাচক্রে, সম্বর হরিণকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN)-এর তরফে দ্বারা 'অসুরক্ষিত' হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর সিডিউল-৩-এর অধীনে সংরক্ষিত করা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.