বিহার নির্বাচন ২০২০, প্রথম পর্বে ৩২৮ জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা! ৩৭৫ জন প্রার্থী কোটিপতি


Odd বাংলা ডেস্ক:
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর তরফে বিহার বিধানসভা নির্বাচনের ১০৬৬ জন প্রার্থীর মধ্যে ১০৬৪ জনের শপথ গ্রহণের হলফনামা বিশ্লেষণ করে দেখা হয়েছে, যেখান থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।  দেখা গেছে যে বিহার নির্বাচনের প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বীজের মধ্যে ৩৭৫ জনই কোটিপতি। রেকর্ডে আরও দেখা গিয়েছে যে, প্রথম পর্যায়ে নির্বাচনে ৩২৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

এডিআর রিপোর্ট অনুসারে, বিহার নির্বাচন ২০২০-এর প্রথম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ২৪৪ (২৩ শতাংশ) প্রার্থীর বিরুদ্ধে মারাত্মক ফৌজদারি মামলা (হামলা, খুন, অপহরণ, ধর্ষণ সম্পর্কিত মামলা) রয়েছে। প্রসঙ্গত, বিহার নির্বাচন ২০২০ সালের ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। বিহার নির্বাচন ২০২০-র ভোটের ফল প্রকাশিত ১০ নভেম্বর প্রকাশিত হবে।

কোন দলের সর্বাধিক অপরাধী প্রার্থী রয়েছে?
প্রথম পর্বে যে রাজনৈতিক দলটির বেশিরভাগ প্রার্থীকে অপরাধের অভিযোগ রয়েছে, তারা হলেন তেজস্বী যাদবের জাতীয় জনতা দল (আরজেডি), তার পরেই রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

২০২০ সালের বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে আরজেডি থেকে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩০ জনের (৭৩ শতাংশ)বিরুদ্ধে হলফনামায় ফৌজদারি মামলা ঘোষণা করা  হয়েছে। অন্যদিকে, বিজেপির ২৯ জনের মধ্যে ২১ (৭২ শতাংশ) জন প্রার্থীর বিরুদ্ধেই অপরাধের মামলা রয়েছে।

অন্যান্যদের মধ্যে চিরগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি) থেকে ৪১ জন প্রার্থীর মধ্যে ২৪ জন(৫৯ শতাংশ), কংগ্রেস থেকে ২১ জন প্রার্থীর মধ্যে ১২ জন (৫৭ শতাংশ), ৩৫ জন প্রার্থীর মধ্যে ১৫জন (৪৩ শতাংশ) জেডি (ইউ) থেকে এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে ২৬ জন প্রার্থীর মধ্যে ৮ জন (৩১ শতাংশ)-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে খবর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.