৩০০ কোটি বছরের পুরানো মহাদেশের সন্ধান! খোঁজ মিলল অতল সমুদ্রে
Odd বাংলা ডেস্ক: গবেষকরা এখন সাতটি নয়, আটটি মহাদেশের অস্তিত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন তারা। ধারনা করা হচ্ছে ভারত মহাসাগরের গভীরেই ছিল সেই মহাদেশ। প্রায় ৩০০ কোটি বছর আগে মরিশাসের কাছে এই মহাদেশের অস্তিত্ব ছিল।
এই লুপ্ত মহাদেশের অবশিষ্টাংশ থেকে গেছে গন্ডোয়ানা অতিমহাদেশে। মরিশাসের এই এলাকায় পাওয়া গিয়েছে গোমেদ পাথরের কণা। সেগুলি দেখে গবেষকরা মনে করছেন যে, পৃথিবী তৈরি হওয়ার একদম পরপরেই এর উৎপত্তি হয়েছিল।
জোহানেসবার্গের গবেষক লিউইস অ্যাশওয়াল মনে করছেন, এই কণাগুলি অনেক বেশি পুরানো। মরিশাসের নিচে পাওয়া এই পাথুরে কণাগুলি যে কোনও মহাদেশেরই হতে পারে।
মধ্য সমুদ্রের ঢালে অগ্ন্যুৎপাতের কণা থেকে তৈরি হয়েছিল এই দ্বীপটি। গবেষকরা জানিয়েছেন ৩০০ বছর আগে যখন গন্ডোয়ানা ভাগ হয়ে যায় তখনই এই দ্বীপ মহাদেশ হারিয়ে যেতে থাকে।
Post a Comment