বাস্তুমতে, গর্ভবতী মহিলাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলা উচিত, জেনে নিন সেগুলি কী কী
Odd বাংলা ডেস্ক: মা হওয়া একজন মেয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভবতী হওয়া থেকেই মহিলাদের খুব সাবধানে থাকা উচিত। নিয়ম মেনে খাওয়া-দাওয়া-হাঁটা-চলা সব কিছুই করতে হয়। না হলে ক্ষতি হতে পারে গর্ভস্থ সন্তানের। 'বাস্তু শাস্ত্র গুরু' নামে একটি ওয়েবসাইটে রয়েছে কিছু বিধিনিষেধের কথা, দেখে নিন একঝলকে।
- বাস্তুমতে, শোওয়ার ঘর যদি উত্তর-পূর্ব দিকে হয়, তাহলে মহিলাদের সন্তান ধারণের সম্ভবনা কমে যায়। যদি তিনি সন্তান ধারণ করেনও, তাহলে সেই সেই সন্তান প্রসবের আগে, তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
- অন্তঃসত্ত্বা মহিলার কখনই দক্ষিণ-পূর্ব দিকের ঘরে থাকা উচিত নয়। বাস্তু মতে, এই ঘরে থাকলে প্রসবের আগেই সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। অথবা, সময়ের আগেই সন্তান প্রসব করতে পারেন।
- সন্তাসম্ভবা অবস্থায়, হতাশামূলক অনুষ্ঠান কিংবা ভয়ের সিনেমা না দেখাই ভাল।
- বাড়ির মাঝখানে সিড়ি তৈরি করা বাস্তু মতে একেবারেই উচিত নয়। এর ফলে সন্তান প্রসব করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
- অন্তঃসত্ত্বা অবস্থায় কালো রংএর পোশাক পরতে বারণ করে বাস্তু। শোওয়ার ঘরে অবশ্যই তাজা ফুল রাখুন।
- অন্তঃসত্ত্বা মহিলাদের অন্ধকার ঘরে একা থাকা কখনওই উচিত নয়।
Post a Comment