লাখ লাখ মানুষের প্রাণ নিয়েছিল হিটলারের এই ফোন!

Odd বাংলা ডেস্ক: অ্যাডলফ হিটলার স্বয়ং যে টেলিফোনটি ব্যবহার করতেন, সেটির নাম 'ডিভাইস অব ডেসট্রাকশন' বা 'ধ্বংসের যন্ত্র'! বলা হয়ে থাকে যে, এই ফোনের মাধ্যমেই লাখ লাখ মানুষের মৃত্যুর পরোয়ানা জারি করতেন হিটলার। দেখতে একেবারেই সাধারণ। লাল রংয়ের ফোনটি যেন কোনো অশনি সংকেত বহন করছে। টেলিফোনটির রং চটে গেছে। কালো অংশ বেরিয়ে এসেছে। পেছনের দিকে হিটলারের নাম খোদাই করে লেখাও রয়েছে টেলিফোনটিতে। আরো খোদাই করা রয়েছে নাৎসিদের প্রতীক চিহ্ন। ফোনটি বানিয়েছিল সিমেন্স।  

আমেরিকার মেরিল্যান্ডের 'আলেক্সান্দার হিস্টোরিক্যাল অকশন্স' এই ব্যাকেলাইট ফোনটিকে 'হিটলারের মোবাইল যন্ত্র যা ধ্বংস বয়ে আনতো' বলে মন্তব্য করে। শুধু তাই নয়, এটাই সর্বকালের সর্ববৃহৎ অস্ত্র যা গোটা বিশ্বকে এক দারুণ পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ দুই বছর এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল বলে তথ্য প্রকাশ করা হয়।

যুদ্ধে মিত্রবাহিনীর জয়ের পর একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা হিটলারের বাঙ্কার থেকে এই ফোনটিকে সরিয়ে নেন। এ তথ্য জানান ওই কর্মকর্তার ছেলে র্যাটনাল্ফ রেইনার। বলেন, এই যন্ত্রটিকে হিটলার যুগের প্রতীক হিসাবে মনে করেননি আমার বাবা। তবে অনেকটা যুদ্ধের এক স্মৃতিচিহ্ন বলেই ধরে নিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.