জলেও আছে শুভ-অশুভ! না মানলেই বিপদ আসন্ন..
Odd বাংলা ডেস্ক: বাস্তু শাস্ত্র মতে, অন্য অনেক কিছুর মতোই জলের আধার রাখার জন্য নির্দিষ্ট দিকের কথা বলা হয়েছে। মূলত পূর্ব ও উত্তর দিককেই জলের জন্য অনুকূল বলা হয়েছে। তাই এইদিকেই জলের আধার অর্থাৎ ট্যাঙ্ক বা জলের পাত্র ইত্যাদি রাখতে বলা হয়েছে। বিশদে জেনে নিন—
বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিকে জলের আধার রাখলে পরিবারের সুখ-শান্তি বজায় থাকে। পূর্ব দিকে রাখলে ধনলাভ হয়।
তবে কেবল পূর্ব বা উত্তর নয়, পশ্চিম দিকেও জলের ট্যাঙ্ক বা অন্য পাত্র রাখা যায়। এতে ঘরে বসবাসকারীদের সম্পত্তি বৃদ্ধি হয়।
কোন কোন দিকে রাখা উচিত নয়, সে প্রসঙ্গেও বলা বাস্তু শাস্ত্রে। এই দিকগুলি হল দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম।
দক্ষিণ দিকে মুখ করলে জলের পাত্র বা ট্যাঙ্ক রাখলে পরিবারের সুখ-সমৃদ্ধি নষ্ট হয়। সংসারে নেমে আসে অশান্তির কালো মেঘ। দক্ষিণ-পূর্ব দিক হল অগ্নির দিক। তাই ওইদিকে মুখ করে জলের পাত্র রাখলে বাস্তু দোষ লাগে। দক্ষিণ-পশ্চিমেও বিপদ। এতে পরিবারে অসুখের প্রকোপ দেখা যায়।
Post a Comment