প্রস্তর যুগে চুইংগাম! কেমন দেখতে ছিল জানেন?

Oddবাংলা ডেস্ক : চুইংগাম আপনার প্রিয় নিশ্চয়? আচ্ছা প্রস্তর যুগে কি চুইংগাম খাওয়া হত? কি ভাবছেন তো এ আবার কেমন অবান্তর প্রশ্ন! প্রশ্ন অবান্তর হলেও ঘটনা বেশ রহস্যময়। সম্প্রতি স্ক্যানডেনেভিয়ার ডেনমার্কে খননকার্য চালিয়ে প্রস্তর যুগের বেশ কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে৷ তারই মধ্যে পাওয়া গিয়েছে বার্চ গাছের জমে যাওয়া রসের এক খণ্ড৷ যা চুইংগামের মত ব্যবহার করেছেন এক যুবতী৷

কী করে জানা গেল অত বছর আগে ওই জমে যাওয়া আঠা চুইংগাম হিসেবে ব্যবহৃত হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, ‘পরীক্ষা করে ঐ গামের ভিতর থেকে এক যুবতীর সম্পূর্ণ জিন কাঠামো পাওয়া গিয়েছে৷ এই প্রথম হাড় ছাড়া অন্য কোনও বস্তু থেকে আদিম মানুষের সম্পূর্ণ জিন কাঠামো মিলল৷’

গামটি থেকে জানা যাচ্ছে, ৫ হাজার বছর আগে প্রস্তরযুগের ঐ যুবতীর গায়ের রং ছিল কালো। চুলও কালো। তবে চোখের মণি দুটি ছিল নীল৷ সম্ভবত ঐ যুবতী ছিল শিকারী৷ যদিও তাঁর যে গঠন পাওয়া গিয়েছে তা অনেক বেশি ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে মেলে, স্ক্যানডেনেভিয়ার সঙ্গে নয়৷ 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.