অবশেষ স্বস্তি, দেশে রেকর্ড মাত্রায় কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫,৩৪২


Odd বাংলা ডেস্ক: ভারতে করোনার গ্রাফ ক্রমশই নিম্নমুখী। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫,৩৪২ জন মানুষ। সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭১.৭৫ লক্ষ। 

প্রসঙ্গত গত ১৮ অগাস্টে দেশে একদিনে ৫৫ হাজার ৭৯ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁর পর থেকে প্রতিদিন ৭০ হাজার এবং তারপর ৯০ হাজার করে মানুষ রোজ করোনা আক্রান্ত হচ্ছিলেন। সেইদিনের পর আজ প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ফের নেমে এল ৫৫ হাজারে।

নতুন করে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৭৭,৭৬০ জন মানুষ। অন্যদিকে সারা দেশে করোনা অ্যাক্টিভ বকেস কমে হয়েছে ৮.৩৮ লক্ষ টাকা। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭০৬জনের। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছেন ১ লক্ষ ৯ হাজার ৮৫৬ ভারতবাসীর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.