করোনা টিকা নেওয়ার পর অসুস্থ এক স্বেচ্ছাসেবী, ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল জনসন অ্যান্ড জনসন
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের ভ্যাকসিনের দিকে তাকিয়ে যখন তাকিয়ে গোটা বিশ্ব, তখনই জোড় ধাক্কা। বন্ধ হয়ে গেল জনসন অ্যান্ড জনসন কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল। ভ্যাকসিন নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন এক স্বেচ্ছাসেবী আর সেই কারণেই তড়িঘড়ি ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন।
এদিন কোম্পানির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, এক স্বেচ্ছাসেবক করোনায় টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, আর সেই কারণেই তাঁরা কোভিড-১৯-এর টিকার ট্রায়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তৃতীয় ধাপের ENSEMBLE ট্রায়ালও স্থগিত রাখা হচ্ছে।তবে স্বেচ্ছাসেবকের অসুস্থতার কারণ এখনও জানা যায়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে এই মার্কিন সংস্থা জানিয়েছিল, তাঁদের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে পারবে, এবং সেই টিকার ট্রায়াল মাঝামাঝি স্তরে রয়েছে বলেও জানানো হয়েছে। এরপর প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবীকে নিয়ে শেষ পর্যায়ের ট্রায়াল শুরু করা হয়। ট্রায়ালের ফল চলতি বছরের শেষে বা ২০২১ সালের প্রথম দিকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
Post a Comment