আসছে করোনার টিকা, নভেম্বরে আমেরিকায় আর মার্চে ভারতে
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করছে, তখন সকলের নজর কেবল করোনার ভ্যাকসিনের দিকেই। আর এরই মধ্যে মিলল আশার আলো। জানা গিয়েছে আগামী নভেম্বর মাসে আমেরিকার বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন, আর ভারতে আসবে মার্চ মাসে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা বানাচ্ছে সিরাম। সেই সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সবুজ সঙ্কেত পেলে আগামী মার্চে ভারতে মিলবে করোনা টিকা। প্রসঙ্গত, এ ছাড়াও আর একটি সংস্থা ভারত বায়োটেক-এর বানানো টিকাও (‘কোভ্যাক্সিন’) রয়েছে এখন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে।
অন্যদিকে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অনুমোদন পেলেই জার্মান সংস্থা বায়োএনটেক-এর সঙ্গে যৌথ উদ্যোগে বানানো তাদের করোনা টিকা চলতি বছরের নভেম্বরেই বাজারে এসে যেতে পারে। তার জন্য জরুরি অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে তারা।
এ ছাড়াও রাশিয়ার বানানো টিকা ‘স্পুটনিক ৫’-এর যে ক্লিনিক্যাল ট্রায়াল ভারতে স্থগিত রাখা হয়েছিল, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের বিশেষজ্ঞদের একটি প্যানেল সেই ট্রায়াল ফের শুরুর অনুমতি দিয়েছে বলেও খবর।
Post a Comment