ষাঁড়ের গুঁতোয় ঠাকুমা ধরাশায়ী, বীরদর্পে হাজির ছোট্ট নাতি


Odd বাংলা ডেস্ক: গলির মধ্যে হাঁটছিলেন এক বৃদ্ধা। ওই সময় আচমকা তাকে শিং দিয়ে গুতা মেরে ফেলে দেয় ক্ষ্যাপা ষাঁড়। ঠাকুমাকে এ অবস্থায় দেখে দৌড়ে আসে ছোট্ট নাতি। ঠাকুমার কাছে আসতে গিয়ে ষাঁড়ের রোষানলে পড়ে সে। তার পরেও শিশুটি হাল ছেড়ে দেয়নি। ঠাকুমাকে বাঁচাতে গিয়ে উভয়ে আরেকবার ষাঁড়ের হামলার শিকার হয়। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্যটি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে। 

 সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, ষাঁড়ের আক্রমণের ঘটনায় আহত হয়েছেন তিন জন। ঠাকুমাকে বাঁচাতে গিয়ে ছেলেটিও আহত হয়েছে। এএনআই-এর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গলি দিয়ে হেঁটে আসছেন বৃদ্ধা। গলিতেই একটি বাড়ির পাশে দাঁড়িয়েছিল ষাঁড়টি। বৃদ্ধাকে দেখেই দৌড়ে এসে গুঁতা মারে ষাঁড়। কিছুক্ষণের মধ্যে লাঠি নিয়ে সেখানে হাজির হন কয়েকজন। কিন্তু ষাঁড়টি কিছুতেই নড়ছিল না। আরেকজন নাতিও ঠাকুমাকে উঠতে সাহায্য করছেন। ওই ব্যক্তির সহায়তায় ঠাকুমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় নাতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.