গরুর চোখে সানগ্লাস দিতেই দুধের বন্যা!

Oddবাংলা ডেস্ক : গরুর চোখে পরিয়ে দেওয়া হল 'ভার্চুয়াল রিয়্যা লিটি'-র প্রযুক্তিসমৃদ্ধ সানগ্লাস। আর তাতেই কেল্লাফতে। সানগ্লাস পরাতেই দুধের বন্যা বইয়ে দিচ্ছে সেই গরু।

ঘটনাটি রাশিয়ার। সেখানকার চাষীরা পরীক্ষামূলকভাবে গরুর চোখে ওই সানগ্লাস পরায়। এ ঘটনায় পশু চিকিৎসক থেকে শুরু করে গবেষক, সকলেই হতবাক। 

মস্কোর চাষীরা জানান, গরুর জন্য তারা মডিফায়েড ভিআর হেডসেট ব্যবহার করেছেন। এই রোদ-চশমা পরানো হলে গরুর মুড সবসময়ই বেশ ফুরফুরে থাকে। এছাড়া আমোদে-আহ্লাদেও থাকে। কারণ চশমার কারণে গরুর চোখের সামনে ভেসে ওঠে সবুজ ঘাসে মোড়া চারণক্ষেত্র। একের পর এক সুন্দর সুন্দর মাঠের ছবি। যা দেখলে গরুর মন আনন্দিত হয়ে উঠে। আর গরুর মন ভাল থাকে বলে দুধও বেশি পরিমাণে দিচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, গরুর জন্যই এই বিশেষ প্রযুক্তির রোদ-চশমা তৈরি করা হয়েছিল। এটির অন্যরতম বৈশিষ্ট্যর যে, গরুর দৃষ্টিক্ষমতা অনুযায়ী এতে স্ক্রিন কালার এবং ঔজ্জ্বল্যও প্রয়োজনমতো বাড়ানো-কমানো যায়। 

বিশেষজ্ঞদের মতে, গরু খুশি থাকলে তার দুধ দেয়ার ক্ষমতাও অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রেও সেটাই ঘটেছে। তবে বিষয়টি নিয়ে আরো গবেষণার প্রয়োজন বোধ করছেন তারা। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.