বড় খবর, রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলে জনসাধারণের 'নো এন্ট্রি', রায় দিল হাইকোর্ট
Odd বাংলা ডেস্ক: দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায়দান করল কলকাতা হাইকোর্ট। এরাজ্যের ছোট বড় সমস্ত পুজো প্যান্ডেলই এবার 'নো এন্ট্রি জোন'। পাশাপাশি মণ্ডপ চত্বর করা হোক কন্টেনমেন্ট জোন। অর্থাৎ মণ্ডপে জনসাধারণের প্রবেশ নিষেধ। পুজো মণ্ডপে কেবলমাত্র পুজোর উদ্যোক্তারাই প্রবেশ করতে পারবেন। তবে একসঙ্গে ২৫ জনের বেশি সদস্য মণ্ডপের ভেতরে থাকতে পারবেন না। পুজোর ভিড়ে বাড়তে পারে করোনায় সংক্রমণ, আর সেই আশঙ্কা থেকেই পুজোর মুখে ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়।
রায়েে আরও বলা হয়েছে যে, পুজো প্যান্ডেল চত্বরের বাইরে লাগাতে হবে 'নো এন্ট্রি' বোর্ড। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫মিটার এবং বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটারের দূরত্ববিধি মেনে চলতে হবে। যেসব উদ্যোক্তারা মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন, তাঁদের নামের তালিকা টাঙিয়ে রাখতে হবে বাইরে। গোটা রাজ্যেই এই বিধি বহাল থাকেব। এই বিধি কার্যকর করা হল কি না, তা আগামী ৫ নভেম্বর আদালতকে হলফনামা জমা দেবে পুলিশ।
Post a Comment