করোনামুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নেমে পড়লেন ভোট প্রচারের কাজে


Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় করোনামুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিকিৎসকের জানিয়েছেন, গত কয়েকদিনে পর পর ডোনাল্ড ট্রাম্পের করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর থেকে আর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন চিকিৎসক। 


জানা গিয়েছে, Abbot BinaxNOW অ্যান্টিজেন কার্ডের মাধ্যমে পরীক্ষায় পরপর কয়েকদিন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। পিসিআর ডায়গনস্টিক পরীক্ষার চেয়েও বেশি সংবেদনশীল হল এই অ্যান্টিজেন টেস্ট। ঠিক কবে এই পরীক্ষা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না-জানা গেলেও হোয়াইট হাউসের চিকিত্‍‌সক জানিয়েছেন, প্রেসিডেন্টের থেকে আর কারও সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই কারণেই করোনা মুক্ত হয়েই ফ্লোরিডায় প্রচার শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফ্লোরিডার পর আজ পেনসিলভেনিয়া এবং লোয়া, এরপর বৃহস্পতিবার নর্থ ক্যারোলিনায় তাঁর জনসভাই এখন সবার নজরে। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের কীভাবে রণকৌশল সাজাবেন ট্রাম্প সেদিকেই এখন নজর সবার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.