করোনা পরিস্থিতিতে রাত ১০টায় বন্ধ করে দিতে মণ্ডপ, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, জানাল অসম সরকার


Odd বাংলা ডেস্ক:
করোনা পরিস্থিতিতে এই উৎসবের মরশুমে বাড়তে পারে করোনার প্রকোপ, আর সেই আশঙ্কা থেকেই এবারের দুর্গাপুজোয় বিশেষ ব্যবস্থা নিতে চলেছে অসম সরকার। অসমের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে রাজ্যের দুর্গা পুজো কমিটিগুলিকে একান্তভাবে কয়েকটি নির্দেশিকা পালন করার নির্দেশ দিয়েছেন। গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে এসে ডাক্তার শর্মা বলেন যে, রাত ১০টার মধ্যে প্যান্ডেলগুলি বন্ধ করে দিতে হবে। 


পাশাপাশি তিনি আরও বলেন যে, দুর্গাপুজো উপলক্ষে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না, তবে আরতির ব্যবস্থা করা যাবে। পাশাপাশি এরাজ্যের মতো অসমেও সমস্ত পুজো প্যান্ডেল খোলামেলা রাখার কথা বলা হয়েছে। প্যান্ডেল যেন কোনওভাবেই বদ্ধ না হয়। সেইসঙ্গে মণ্ডপে প্রবেশ এবং বাহিরের জন্য আলাদা ঢোকা-বেরনোর ব্যবস্থা রাখতে হবে। 

অসম সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পুজো কমিটির সব সদস্য, পুরোহিত সহ পুজোর সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত থাকবেন, পঞ্চমীর দিন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করাতে হবে। দশমীর দিন তাঁদের ফের করোনা পরীক্ষা করাতে হবে। তাঁরা কেউ সংক্রমিত হয়েছেন কি না, সেটার দিকে নজর রাখতে হবে জেলা প্রশাসনকে। ঠাকুর বিসর্জনে ভিড় করা যাবে না। জনসমাগম এড়ানোর জন্য দু-তিনদিন ধরে বিসর্জনের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। পুজোর দিনগুলিতে রাত ৯টার মধ্যেই সব রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.