করোনা পরিস্থিতিতে রাত ১০টায় বন্ধ করে দিতে মণ্ডপ, হবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান, জানাল অসম সরকার
পাশাপাশি তিনি আরও বলেন যে, দুর্গাপুজো উপলক্ষে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না, তবে আরতির ব্যবস্থা করা যাবে। পাশাপাশি এরাজ্যের মতো অসমেও সমস্ত পুজো প্যান্ডেল খোলামেলা রাখার কথা বলা হয়েছে। প্যান্ডেল যেন কোনওভাবেই বদ্ধ না হয়। সেইসঙ্গে মণ্ডপে প্রবেশ এবং বাহিরের জন্য আলাদা ঢোকা-বেরনোর ব্যবস্থা রাখতে হবে।
অসম সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পুজো কমিটির সব সদস্য, পুরোহিত সহ পুজোর সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত থাকবেন, পঞ্চমীর দিন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করাতে হবে। দশমীর দিন তাঁদের ফের করোনা পরীক্ষা করাতে হবে। তাঁরা কেউ সংক্রমিত হয়েছেন কি না, সেটার দিকে নজর রাখতে হবে জেলা প্রশাসনকে। ঠাকুর বিসর্জনে ভিড় করা যাবে না। জনসমাগম এড়ানোর জন্য দু-তিনদিন ধরে বিসর্জনের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। পুজোর দিনগুলিতে রাত ৯টার মধ্যেই সব রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।
Post a Comment