'মেয়েদের নিরাপত্তা নয়, গোরক্ষাই আমাদের কাজ', এমনটা বলেছেন যোগী আদিত্যনাথ! একথা কি সত্যি?


Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে মেয়েদের একের পর এক মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ, এর মধ্যে হাথরাসের ঘটনায় ছড়িয়েছে মারাত্মক চাঞ্চল্য। আর এরই মধ্য একটি হিন্দি সংবাদপত্রের একটি রিপোর্টিং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মহিলাদের সুরক্ষা দেওয়া তাঁর কাজ নয়। তাঁর কাজ গোরক্ষা করা। যদিও সংবাদপত্রের ওই প্রতিবেদনের কোনও তারিখ দেখা যাচ্ছে না।

আর এই সংবাদ নিয়েই যোগী আদিত্যনাথকে কটাক্ষ করছে নেটদুনিয়া। টুইটারের পাশাপাশি এই খবর ফেসবুকেও ভাইরাল হয়েছে। কিন্তু আসল সত্যটা কী? আসল সত্যটি হল এই খবরটি ভুয়ো। যোগী এমন মন্তব্য করেননি বলেই জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে এই পোস্ট শেয়ার করা হয়েছে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি যা, প্রমাণ করে যোগী এমন মন্তব্য করেছেন, সুতরাং এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.