মদ্যপান করলেই দ্রুত বিদেশি ভাষা আয়ত্ত করা যায়! বলছে গবেষণা..

Odd বাংলা ডেস্ক: অতিরিক্ত মদ্যপানের ফলে ওজন বৃদ্ধি, লিভারের নানাবিধ সমস্যা, কোলোনিক ফ্যাট, হার্টের সমস্যা থেকে শুরু করে আমাদের স্মৃতিশক্তিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। 

তবে সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, মদ্যপানের পর বিদেশি ভাষা দ্রুত আয়ত্ত করা সম্ভব! 

ডাচ গবেষকদের দাবি, অতিরিক্ত মদ্যপানে কথা জড়িয়ে যেতে পারে, তবে নির্দিষ্ট মাত্রায় মদ্যপানের পর যেকোনো বিদেশি ভাষা রপ্ত করা অনেক সহজ হয়ে যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে এমনটাই বলা হয়েছে।

নেদারল্যান্ডের মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ইনজ কার্স বার্গেন বলেন, একটি নির্দিষ্ট মাত্রায় মদ্যপানের পর যেকোন বিদেশি ভাষা আয়ত্ব করা অনেক সহজ হয়ে যায়, কেটে যায় উচ্চারণের জড়তাও। 

মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের পড়তে আসা ৫০ জন জার্মান শিক্ষার্থীদের ওপর গবেষণা চালিয়ে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

তিনি আরো বলেন, গবেষণায় শিক্ষার্থীদের নির্দিষ্ট মাত্রায় মদ্যপান করানোর পর ডাচ ভাষায় পড়তে, লিখতে আর কথা বলতে দেয়া হয়। মদ্যপান না করিয়ে একদল শিক্ষার্থীকে ওই একই কাজ করতে বলা হয়। দেখা যায়, যারা মদ্যপান করেননি তাদের চেয়ে মদ্যপানকারী শিক্ষার্থীরা বিদেশি ভাষার উচ্চারণে অনেক বেশি নির্ভুল

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.