একি! বিষধর সাপকে গিলে খাচ্ছে ব্যাং! তারপর..

Oddবাংলা ডেস্ক : কোস্তাল তাইপান। সবুজ রঙের এই ব্যাং-ই কিনা খাচ্ছে বিষাক্ত সাপ। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

Snake Take Away and Chapel Pest Control’s page থেকে ছবিটি শেয়ার করা হয়। ওই সংস্থার কর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সাপটি বাঁচাতে পারেননি। কিন্তু আশা করছেন ব্যাঙটি সাপ খাওয়ার পরে বেঁচে যাবে। কেননা সাপটি ভীষণ বিষধর।

সাপটি খাওয়ার পরে ব্যাংটির গায়ে হালকা সবুজ রংয়ের দাগ দেখা গিয়েছে। এছাড়াও সামান্য কিছু কামড়ের দাগ দেখা গিয়েছে। 

বিশ্বের তৃতীয় বিষধর সাপ হিসেবে কোস্তাল তাইপান যথেষ্ট জনপ্রিয়। কিন্তু এই সাপটি খাওয়ার পরে ব্যাংটি সুস্থ ভাবে থাকায় অবাক হয়েছেন নেটিজেনরা। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.