নতুন রূপে এল GMAIL, চিরাচরিত লাল খামের রঙ বদলে গিয়ে এখন আরও রঙিন


Odd বাংলা ডেস্ক: পরিষেবার পাশাপাশি দর্শনধারীও হল জি-মেইল। জি-মেইল-এর নতুন লোগোর নকশা দিল গুগল। যার ফলে জি-মেইল-এর সেই চিরাচরিত লাল রঙের খামের যে লোগো ছিল তা এবার বদলে গিয়ে গল আরও রঙিন। তবে নতুন লোগোটি আগের মতোই খামের আকারে ইংরেজি অক্ষর 'M'-এর মতো। তবে এই লোগোর মধ্যে থাকবে সংস্থার কোর ব্র্যান্ড কালার অর্থাৎ লাল, নীল, হলুদ এবং সবুজের মিশ্রণ। 

এর ফলে, Gmail-এর এই লোগোতে Google Maps, Google Photos, Google Chrome এবং অন্যান্য Google প্রডাক্টসের লোগোর সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি ব্যবহারকারীদের কাছ থেকে গুগল জানতে পেরেছিল যে, জি-মেইলের লাল রঙের খামের লোগোটি তাঁরা পছন্দ করছেন না। আর এরপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় গুগল। আর এরপরই আকার-আকৃতি একইরকম থাকলেও এবার থেকে নতুনভাবে নতুন রঙে হাজির হল জি-মেইল। 

যদিও এই রঙ বদলের পরে অনেকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, এতে আলাদা করে লাভটা  কী হল? অনেকে আবার দাবি করছেন যে, নতুন এই লোগোর ফলে কোনটা গুগল ম্যাপ এবং কোনটা ক্রোম, কোনটা ফোটোস আর কোনটাই বা জি-মেইল -তা বুঝতে অসুবিধা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.