অনলাইন অর্ডার, পার্সেল খুলতেই বেরিয়ে এল বিষধর কেউটে! তারপর..

Oddবাংলা ডেস্ক : অনলাইনে একটি পার্সেল বুক করেন এস মুথুকুমারণ। পার্সেল ডেলিভারির ঠিকানা দেওয়া হয় রায়রঙ্গপুরের বাড়ির। ঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় আসে পার্সেল।

উৎসাহ নিয়ে পার্সেলটি খোলেন মুথুকুমারণ। কিন্তু খুলতেই চমকে ওঠেন। ভেতরে যে একটি জলজ্যান্ত কেউটে। সঙ্গে সঙ্গে সেটিকে সাবধানে সরিয়ে রেখে বন দফতরে খবর দেন। তাদেরকে জানান, বাড়িতে আসা পার্সেলের ভিতরে রয়েছে একটি সাপ। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল পৌঁছায়। সাপটিকে উদ্ধার করে তার প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেয়।

মুথুকুমারণ জানিয়েছেন, সাপটি কোনোভাবে পার্সেলের মধ্যে ঢুকে পড়েছে হয়তো। তবে তিনি যা আনাতে চেয়েছিলেন, সেটি বাক্সের মধ্যে ছিল কিনা তা জানা যায়নি। এমনও হতে পারে পার্সেল প্যাক হওয়ার পরে কোনও একটি সময় সাপটি বাক্সটির ফাঁক দিয়ে ঢুকে পড়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.