প্রথমে করোনার টিকা পাবেন ৩০ কোটি মানুষ, অগ্রাধিকার হিসাবে তালিকা বানাল কেন্দ্র
Odd বাংলা ডেস্ক: করোনার কবল থেকে মুক্তি পেতে সারা বিশ্ব নিজের মতো করে করোনার ভ্যাকসিন তৈরিতে মগ্ন। কিন্তু ভ্যাকসিন তৈরি হওয়ার পর তা মানুষের বন্টন করাটা বিশেষভাবে প্রয়োজন, বলা ভাল ভারতের মতো দেশে এটা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। আর সেই কারণেই সরকারের তরফে অগ্রাধিকার হিসাবে ৩০ কোটি মানুষের একটি তালিকা তৈরি করেছে, যেখানে প্রবল ঝুঁকিতে থাকা মানুষগুলির নাম উঠে এসেছে সবার আগে।
স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের থেকে শুরু করে, পুলিশকর্মী, স্যানিটেশনকর্মী, পাশাপাশি কোমর্বিডিটি রয়েছে এমন বয়স্ক মানুষের কাছেই প্রথমে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। জানা গিয়েছে প্রথমবারে ৬০কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।
এই তালিকার মধ্যে রয়েছেন, ৫০-৭০ লক্ষ স্বাস্থ্যসেবা কর্মচারী, ২ কোটির বেশি সামনের সারির যোদ্ধারা, যাঁদের মধ্যে রয়েছেন পুলিশ, পৌরসভার কর্মীরা এবং সশস্ত্র বাহিনী, ২৬ কোটি মানুষ হলেন এমন যাঁদের বয়স ৫০ বছরের বেশি এবং যাঁদের বয়স ৫০ বছরের কম এবং কোমর্বিডিটি রয়েছে তাঁরা।
Post a Comment